বিশ্বজুড়ে

গতিপথ পরিবর্তন করে পাকিস্তানে ‘ঘূর্ণিঝড় বায়ু’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গতিপথ পরিবর্তন করায় পাকিস্তানের করাচিতে পড়ছে ‘ঘূর্ণিঝড় বায়ু’র প্রভাব। এর ফলে, বন্দর নগরীতে জলোচ্ছ্বাসের পাশাপাশি হচ্ছে মাঝারি বৃষ্টিপাত।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, করাচির আশেপাশের শহর ও সিন্ধু প্রদেশে ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রা বাড়বে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা আগামী দু’দিন বহাল থাকবে।

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ ভারতীয় উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

গুজরাট রাজ্যের পোরবন্দর এলাকায় আঘাত হানে ‘বায়ু’। যারফলে, হয় ভারী বৃষ্টিপাত ও ভূমিধস।

আবহাওয়া অফিস বলছে, একঘণ্টারও কম সময় ভারতীয় ভূখণ্ডে ছিলো ঘূর্ণিঝড়টি।

ক্ষয়ক্ষতি এড়াতে আগেই উপকূলীয় অঞ্চল থেকে ৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। স্থগিত বা পিছিয়ে দেয়া হয় শতাধিক ট্রেন শিডিউল।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close