দেশজুড়েপ্রধান শিরোনাম
সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ একজন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি খেয়া নৌকা ডুবে গেছে। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, নৌকায় থাকা ৭ যাত্রীর মধ্যে পাঁচজন তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ ব্যক্তির নাম ইসরাফিল।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ২টা ২৫ মিনিটে নৌকা ডুবির খবরটি জানতে পারে ফায়ার সার্ভিস। এরপরেই তাৎক্ষণিকভাবে আমাদের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যাত্রীর সন্ধান মেলেনি।
এর আগে গেল ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়।
/এন এইচ