ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে নদীতে ডুবে কৃষক নিখোঁজ
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় বাদল চন্দ্র মনিদাস (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির।
এর আগে বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে গাজিখালী নদীতে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ কৃষক বাদল চন্দ্র মনিদাস (৫৫) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের মৃত নিমাই চন্দ্র মনিদাসের ছেলে।
ফায়ার সার্ভিস জানান, বিকেলে গরুর জন্য ঘাস কেটে ঘাসের বোঝা নিয়ে গাজিখালি নদী সাঁতার দিয়ে পারপারের সময় স্রোতে ডুবে যান বাদল চন্দ্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করেছেন। পরে সন্ধ্যা ৭ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ গ্রহণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিঁখোজের সন্ধান মেলে নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, প্রবল স্রোতের ও কচুরিপানার সংখ্যা বেশি থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এখনও অভিযান অব্যাহত আছে। তবে রাত ৮ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে নিখোজের সন্ধান পাওয়া না গেলে উদ্ধার অভিযান স্থগিত করা হবে। আগামীকাল আবার যথানিয়মে উদ্ধার কাজ শুরু হবে।
#একে