দেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

এই প্রথম বাজেট পেশ করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ বোধ করায় তার অনুরোধে সংসদে বাজেট পেশ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে নির্ধারিত সময়ে বাজেট পেশ শুরু করলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন অর্থমন্ত্রীকে ওষুধ খাওয়ার সময় নির্ধারণ করে দেন। নির্ধারিত সময়ের পরে অর্থমন্ত্রী মুস্তফা কামাল প্রধানমন্ত্রী কে বিশেষভাবে অনুরোধ করেন তার পক্ষে বাজেট পড়ে শোনাতে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি যতটুকু পড়তে পেরেছি বাকিটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। উনি পড়ে দেবেন।

এরপর স্পিকারের অনুমতি সাপেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের উদ্দেশ্যে বাজেট পড়া শুরু করেন। শেখ হাসিনা নিজেও অসুস্থ থাকায় তিনি আসনে বসে বাজেট পেশ করার অনুমতি চাইলে স্পিকার তাকে যেভাবে সুবিধা সেভাবেই বাজেট পেশ করার অনুমতি দেন ।

Related Articles

Leave a Reply

Close
Close