দেশজুড়ে

ভূমধ্যসাগরে ১৪ দিন ধরে ভাসছে ৬৪ বাংলাদেশি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইউরোপে প্রবেশের চেষ্টায় ৬৪ জন বাংলাদেশিসহ ৭৫ জন অভিবাসন প্রত্যাশী ১৪ দিন ধরে তিউনিসিয়া উপকূলে নৌকায় ভাসছেন।

রেড ক্রিসেন্টের বরাতে রয়টার্স জানিয়েছে, বাংলাদেশি ছাড়া ওই নৌকায় মরক্কো, সুদান এবং মিশরের নাগরিক রয়েছেন। শরণার্থী শিবিরগুলোতে স্থান সঙ্কটের কারণ দেখিয়ে নৌকাটিকে তীরে ভিড়তে দেয়নি তিউনিশিয়া।

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসনপ্রত্যাশীকে ৩১ মে উদ্ধার করেছিল মিশরের একটি নৌযান। ১৪ দিন পরও তারা সাগরেই রয়েছেন।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, তিউনিসিয়ার কর্তৃপক্ষ নৌযানটিকে তীরে ভেড়ার অনুমতি দিচ্ছে না। আর অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে ঢোকার সুযোগ চাইছে। নৌকাটি এখন উপকূলীয় শহর জারজিস থেকে ২৫ কিলোমিটার দূরে সাগরে রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, ওই অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছিলেন। অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়ানো ওই ব্যক্তিদের ৬৪ জনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে তিউনিসীয় উপকূলে ১০ মে নৌকা ডুবে কমপক্ষে ৩৭ বাংলাদেশিসহ অন্তত ৬৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Close
Close