করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
করোনায় মারা গেলেন সৌদি রাজপুত্র
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির এক রাজপুত্র।
সৌদির সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
এসপিএ জানায়, বৃহস্পতিবার করোসা ভাইরাসের কারণে সৌদি যুবরাজ প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন। দেশটির রয়্যাল কোর্ট তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়াদের গভর্নর ফয়সাল বিন বানদার বিন আব্দুলআজিজসহ প্রায় দেড় শতাধিক প্রিন্স করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সৌদির সাবেক গোয়েন্দা প্রধান তুরকি আল-ফয়সাল জানিয়েছেন, করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা ২০ জনের কম। সূত্রঃ মিডল ইস্ট মনিটর
/এন এইচ