ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
ধামরাই প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে একটি ট্রাক থেকে ২ নারী সহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব -৪ এর একটি দল। এসময় তল্লাশি চালিয়ে ১৭৬ বোলত ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার(১১ জুন) সন্ধ্যায় তাদের ধামরাই থানায় হস্তান্তার করা হয়। এরআগে গতরাতে কালামপুর বাস স্ট্যান্ড এলকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মোহাম্মদপুর গ্রামের মৃত শেখ জামাল উদ্দিনের মেয়ে সাবিনা বেগম (৩২) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া গ্রামের আলী আজমের মেয়ে শ্যামলী আক্তার (২১) ও ছেলে মামুন মিয়া (১৮) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিহর গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে রাজি হোসেন(১৯) একই থানা জেলার রহিম মন্ডলের ছেলে তুহিন।
এ ব্যাপারে র্যাব -৪ এর সিপিসি-১ এর এস আই সুকল্যান বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে ২ নারী সহ ৫ জন রওয়া হচ্ছে পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের কাছ থেকে ১৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করি।
এঘটনা ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।