তথ্যপ্রযুক্তিপ্রধান শিরোনাম

শোক প্রকাশ করে প্রোফাইল ছবি পরিবর্তন করল ফেসবুক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর জের ধরে যুক্তরাষ্ট্রে গড়ে ওঠা প্রতিবাদ সহিংসতায় রূপ নিয়েছে। কারণ একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তার গলা চেপে ধরার পর ওই ব্যক্তির মৃত্যু দেশটিতে সংখ্যালঘু বর্ণ সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশের নৃশংসতাকে আবার সামনে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার এই প্রতিবাদে যুক্ত হলো। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। সোমবার ফেসবুক তাদের প্রোফাইল এবং কাভার ফটো কালো রঙে আপডেট করেছে।

ফেসবুকে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, আমরা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের পাশে আছি। আমি জানি, এই লড়াইয়ে সহায়তা করার জন্য আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সমঅধিকার এবং নিরাপত্তা সমর্থন করার জন্য ফেসবুকের আরো কিছু করা দরকার।

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের প্রোফাইল ও কাভার ফটোও কালো রঙে আপডেট করা হয়েছে। মূলত শোক প্রকাশ করে তা কালো রঙে প্রকাশ করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close