করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ছে করোনা, দাবি ইতালির চিকিৎসকের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাস শক্তি হারিয়ে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইতালির দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের দাবি, দেশটিতে ক্লিনিক্যালি ভাইরাসটি এখন আর নেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, ইতালিতে মে মাসের শুরুতেও ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে সেখানে।

ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলোর এ বিষয়ে গতকাল রবিবার দেশটির আরএআই টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব দাবি করেছেন।

তিনি বলেন, বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত দশ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।

গবেষকদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে জাংরিলো বলেন, ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।

ইতালির অপর একজন চিকিৎসক মাত্তিও বাসেটি সংবাদমাধ্যম এএনএসএ দেয়া সাক্ষাৎকারে বলেন, দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close