দেশজুড়ে

বাসে এক যাত্রীকে কিনতে হবে দুই টিকিট

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাস উদ্ধুত পরিস্থিতির মধ্যে বাস চলাচলে ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

শনিবার (৩০ মে) বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

নতুন নিয়মে বাসে চড়তে হলে একজন যাত্রীকে দুইটি টিকিট কিনতে হবে। এক্ষেত্রে তাকে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

Related Articles

Leave a Reply

Close
Close