দেশজুড়ে

গর্তে আগুন দিয়ে বের করে পিটিয়ে ৯ প্রাণী হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিলেটের জৈন্তাপুরে গর্তে আগুন দিয়ে বের করে নয়টি প্রাণীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এর মধ্যে ছয়টি শেয়াল, দুইটি বাগডাশ ও একটি বেজি ছিল। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার ফতেহপুর ইউপির বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে নয়টি প্রাণী পিটিয়ে হত্যার ঘটনায় ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, বালিপাড়া গ্রামের পাশে ঘন জঙ্গল রয়েছে। কয়েকদিনের ঢলে এ এলাকায় পানি বাড়ায় জঙ্গলের শেয়াল লোকালয়ে এসে হাঁস-মোরগ কেড়ে নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার স্থানীয় যুবক ও তরুণরা গ্রামের পাশের জঙ্গলে হানা দেয়। পরে গর্তের ভেতর আগুন দিলে শ্বাসরুদ্ধ হলে প্রাণীগুলো বেরিয়ে আসে। এ সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে শেয়াল, বেজি, বাগডাসসহ নয়টি প্রাণী হত্যা করে।

নিহত এসব প্রাণীর ছবি ফেসবুকে প্রকাশ করে বন্য প্রাণী ও পরিবেশ বিষয়ক এক সাংবাদিক লিখেছেন, এটা কেমন নিষ্ঠুর নির্মমতা… বন বিভাগের বন্য প্রাণী আইনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা না হলে বন্য প্রাণী আইনের প্রতি অনেকের সম্মান ও শ্রদ্ধা হারিয়ে যেতে পারে এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটতেই থাকবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, এ করোনাকালে মানুষের মতো প্রাণীরাও সংকটে রয়েছে। এখন প্রাণীদের পাশে দাঁড়ানো উচিত। অথচ আমরা পিটিয়ে হত্যা করছি। এটা জঘন্য অপরাধ। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা প্রয়োজন।

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর দ্রুত স্থানীয় বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশকেও জানানো হয়েছে। শনিবার সকালে ফরেস্ট রেঞ্জার ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close