ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে নতুন করে আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগী সংখ্যা মোট ১০১ জনে দাড়ালো। এরমধ্যে ১০ জন সুস্থ হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফফাত আর বিষয়টি নিশ্চত করে।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ধামরাইয়ে নতুন করে আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৯৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।