আশুলিয়াপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে বিনোদন কেন্দ্র জনশূন্য, ফটকে ঝুলছে তালা (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরোসের প্রভাবে সাভারে সব বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। বিশেষ করে ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক কেন্দ্রগুলোতে নিরাপত্তাকর্মীরা ছাড়া কাউকেই চোখে পড়ছে না। আর ঈদ ঘিরে এইসব বিনোদন কেন্দ্র বাড়তি লাভ তো দুরের কথা কর্মকর্তা-কর্মচারীদের জীবন যাত্রার অসহায়ত্ব ফুটে উঠেছে।
পাশপাশি সাভারের জাতীয় স্মৃতিসৌধও বন্ধ রয়েছে। ঈদসহ বিশেষদিনগুলোতে সৌধ প্রাঙ্গনে ভীড় থাকলেও, জনশূন্যই এখন মুল চিত্র।
এদিকে দর্শনার্থীরা কেউ কেউ বিনোদন কেন্দ্রগুলো আসলেও বন্ধের নোটিশ পেয়ে ফিরে যাচ্ছেন। পাশপাশি অনেকে সড়কে দেখা গেলেও সামাজিক দুরুত্ব ততটা মানছেন না এখানকার সাধারণ মানুষ।
রাজধানীতে আসা দর্শনার্থী এক পরিবার জানান, আমরা অঅসলে জানতাম যে ফ্যান্টাসি কিংডম বন্ধ রয়েছে। এখানে এসে দেখি ফটকে তালা। তখন নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি করোনা ভাইরাসের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে পার্ক। তািই আবার ফিরে যাচ্ছি।
এ বিষয়ে ফ্যান্টাসিং কিংডমের সহকারী ব্যবস্থাপক আবুদল সালাম জানান, কবে নাগাদ খুলবে এইসব বিনোদন কেন্দ্র সেই অনিশ্চিতয়তার মধ্যে দিয়ে দিন পার করছেন পার্ক কর্তৃপক্ষ।
ভিডিও দেখুন: