ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন হাসপাতাল/মেডিকেল কলেজের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রাজস্ব খাতে ৩ হাজার নতুন পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে সৃজনের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ থেকে জারিকৃত এক পত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে পদ সৃজনের সম্মতির কথা জানিয়েছে।
নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিষ্ট ১২০০ টি, মেডিকেল টেকনিশিয়ান (অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ান, ডায়ালাইসিস টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব সহকারী ইত্যাদি) ১৬৫০ টি, কার্ডিওগ্রাফার ১৫০ টি। উল্লেখিত পদগুলো সৃজনে অর্থ বিভাগ কয়েকটি শর্ত দিয়েছে। সেগুলো হলো পদ সৃজনে স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি নেওয়া, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নেওয়া, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের কাছ থেকে বেতনকাঠামো যাচাই করা, পদ সৃজনের তথ্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পদ বিভাজনের পূর্ণাঙ্গ তথ্য ও তিন পদের বিপরীতে বিদ্যমান শূন্যপদের তথ্য অর্থ বিভাগকে জানানো, এবং নিয়োগ বিধি না থাকলে তা প্রণয়ন করা ইত্যাদি।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশনের সাবেক মহাসচিব মোঃ সেলিম মোল্লা বলেন, করোনা মোকাবেলায় সরকার ২ হাজার চিকিৎসক, ৬ হাজার নার্স নিয়োগ দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১ জন চিকিৎসকের বিপরীতে ৫ জন মেডিকেল টেকনোলজিষ্ট থাকার নিয়ম রয়েছে। সে অনুযায়ী বর্তমান বাস্তবতায় ১০ হাজার মেডিকেল টেকনোলজিষ্ট পদ সৃষ্টি হওয়ার কথা, অথচ হয়েছে মাত্র ১২০০ যা চাহিদার তুলনায় অপ্রতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী মেডিকেল টেকনোলজিষ্টদের নতুন পদ সৃষ্টি করার দাবি জানিয়েছেন।
/আরএম
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72