সাভারস্থানীয় সংবাদ
সাভারে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫
নিজস্ব প্রতিবেদক: সাভারে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাভারে মৃত্যুর সংখ্যা ৫ জনে দাড়ালো।
শনিবার (২৩ মে) রাতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৪ মে সাভারে করোনা আক্রান্ত হয় নাজমুল ইসলাম (৪০) একজন। পরে তাকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে নাজমুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে সাভারের মৃত্যু সংখ্যা বেড়ে ৫ জন দাড়ালো।