করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনা আক্রান্ত জাবি শিক্ষার্থী সুস্থ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) করোনা আক্রান্ত শিক্ষার্থী ও তার পরিবার এখন করোনামুক্ত।  রোববার (১৭ মে)করোনা আক্রান্ত জাবি শিক্ষার্থী সুস্থ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার পর এ তথ্য জানানো হয়।

ওই শিক্ষার্থীর বাবা যিনি একজন পুলিশ কর্মকর্তা, গত ২২ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। এতে ওই শিক্ষার্থী ও তার মায়ের করোনা পজিটিভ আসে।

আক্রান্ত হওয়ার প্রায় ২০ দিনের মাথায় সুস্থ হলেন তারা।  শিক্ষার্থীর বাবা হাসপাতালে চিকিৎসা নিলেও, বাকিরা বাসায় থেকে চিকিৎসা নেন।

সুস্থ হওয়া ওই শিক্ষার্থী বলেন, সবার সহযোগিতায় আল্লাহর রহমতে ২০ দিনের মধ্যেই সুস্থ হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হলের শিক্ষক, বিভাগীয় শিক্ষক এবং অনেক সহপাঠী এবং শিক্ষার্থীরা যারা সার্বক্ষণিক খোঁজ রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close