প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

করোনা শনাক্তে সাভারের এনাম মেডিকেলে যুক্ত হলো ল্যাব

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষা ও শনাক্তকরণে সংযুক্ত হয়েছে আরও একটি নতুন আরটি-পিসিআর ল্যাবরেটরি। নতুন সংযুক্ত হওয়া এ ল্যাবটি হলো- সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল।

এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তে মোট ল্যাবরেটরির সংখ্যা ৪২। এর মধ্যে রাজধানী ঢাকায় ২১টি ও ঢাকার বাইরে ২১টি ল্যাবরেটরি রয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৮ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ১১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪০৮টি।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৩ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩২৮ জন মারা গেলেন।(সূত্র:জাগোনিউজ)

Related Articles

Leave a Reply

Close
Close