দেশজুড়ে

‘নির্বাচনকে ঘিরে ৩০০ কোটি টাকার বাণিজ্য করেছেন তারেক’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সম্প্রতি ঈদের আগে বেগম খালেদা জিয়া তার নেতাকর্মীদের কাছে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় তিনি ৩০ ডিসেম্বর নির্বাচন সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্যও প্রকাশ করেছেন বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

জেল থেকে পাঠানো ওই বার্তায় খালেদা জিয়া অভিযোগ করেছেন যে, সংসদ নির্বাচনে ৩০০ কোটি টাকার বাণিজ্য হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অন্তত ৩০০ কোটি টাকার লেনদেন হলেও কোনো আন্দোলন কর্মসূচিকেই ওই অর্থ দিয়ে এগিয়ে নেয়া কেন হচ্ছে না তা জানতে চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ওই নির্বাচনে মনোনয়নের চূড়ান্ত তালিকা তৈরি করেছিলেন তারেক রহমান। যা থেকে তিনি অন্তত ৩০০ কোটি টাকা বাণিজ্য করেছেন। কিন্তু সে অর্থের কোনো হিসাব নেই কেন তাও জানতে চেয়েছেন খালেদা জিয়া। এমন প্রেক্ষাপটে সমালোচনা উঠেছে, কিছুদিন ধরে খালেদা জিয়া কারাগার থেকে যেসমস্ত কথাবার্তা বাইরে প্রকাশ করছেন বা তার চিকিৎসকদের যেসমস্ত কথাবার্তা বলছেন, তাতে স্পষ্ট হচ্ছে যে, খালেদা জিয়া তার বন্দিত্বের জন্য তারেক রহমানকে দায়ী করছেন। সরকারের সঙ্গে তারেকের গোপন আঁতাতের মাধ্যমে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে বলেও তিনি সন্দিহান।

খালেদা জিয়া তার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনের কাছে বলেছেন যে, বিএনপিকে মোটা অঙ্কের টাকা দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে এবং এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। তবে কারা কিভাবে টাকা দিয়েছে এ ব্যাপারে ডা. মামুনকে বেগম খালেদা জিয়া কিছু বলেননি। তিনি শুধু এটা বলেছেন যে, শুধু একজন নয়, সরকারের সঙ্গে গোপন সমঝোতা এবং গোপন আঁতাতে একাধিক ব্যক্তি জড়িত। তারা কারা, তাদের নামও তিনি প্রকাশ করেনি। তবে বেগম খালেদা জিয়া বলেছেন, তিনি খুব শিগগিরই তা প্রকাশ করবেন।

Related Articles

Leave a Reply

Close
Close