আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে একটি তৈরি পোশাক কারখানার সামনে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বুধবার (১৩ মে) দুপুরের দিকে নরসিংহপুরের সোনিয়া মার্কেট সংলগ্ন এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেড নামে কাখানার সামনে এই বিক্ষোভ করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, আমরা দীর্ঘদিন ধরে প্রায় ৩ শতাধিক শ্রমিক এই কারখানায় কাজ করে আসছিলাম। করোনা মহামারির অজুহাত দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ না করে ৩১ মার্চ নোটিশ টানিয়ে ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করে কারখানা কতৃপক্ষ। গত মার্চ মাসের ২৪ ও ২৫ তারিখে ওই মাসের বেতনের অর্ধেক টাকা শ্রমিকদের প্রদান করে কারখানা কতৃপক্ষ। বেতনের বাকি টাকা পরিশোধে কারখানা কতৃপক্ষের কোনরকম ইচ্ছা না থাকার অভিযোগ এনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এছাড়া বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা। এর আগেও একই দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সেসময় নানাভাবে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এ বিষয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তামিম আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ঈদের আগে কারখানা বন্ধ, শ্রমিক ছাঁটাই ও লে-অফ ঘোষণায় নিষেধাজ্ঞা থাকলেও আজ স্বাক্ষরহীন একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে ওই কারখানায়। যাতে লেখা আছে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শ্রমিকদের বেতন আগামী ২০ মার্চে প্রদান করা হবে। ঈদের আগে এধরনের সিদ্ধান্ত শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। আমি এর তীব্র নিন্দা জানাই। একই সাথে ঈদের বোনাসসহ বকেয়া বেতন পরিশোধের আহবান জানাই।