দেশজুড়ে
ত্রাণের স্লিপ নিয়ে সংঘর্ষে আহত ২০, সাংবাদিকদের ওপর হামলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জামালপুরে ত্রাণের স্লিপ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সময় ও ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসনসহ ২০ জন আহত হয়েছেন। শনিবার (২রা মে) সন্ধ্যায় শহরের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সময় টিভির ক্যামেরাপারসন আবুল কালাম আজাদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন আল-আমিন প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে আসেন।
আহত অন্যরা হলেন- রাজু, আলা উদ্দিন, উদয়, জয়নব, হাবিবুর রহমান, শোভা বেগম, হাসি, আমির হামজা হীরা, পারভীন বেগম, তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, মনোয়ারা বেগম, শান্ত, দুলু, রাসেল, মোস্তফা ও সালেহা বেগম। তারা বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, ত্রাণের স্লিপ নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন ও প্রভাবশালী মোয়াজ্জেম হোসেন সেতুর বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সন্ধ্যায় দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে ১৮ জন আহত হন।
এদিকে পেশাগত দায়িত্ব পালনে গেলে সময় টিভির ও ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসনের ওপর হামলা চালানো হয়। এছাড়া তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।
সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, ক্যামেরাপারসনদের মারধর ও ক্যামেরা ভাঙচুরের ঘটনাসহ তিনটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
/এন এইচ