কৃষিশিল্প-বানিজ্য

কৃষকের লোকসান ঠেকাতে সবজি কিনছে সেনাবাহিনী

ঢাকা অর্থনীতি ডেস্ক: চাষিদের লোকসান ঠেকাতে যশোরে সরাসরি ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী। করোনার প্রভাবে চরম দুর্ভোগে পড়েছেন যশোরের সবজিচাষিরা । পরিবহন ও পাইকার সংকটের কারণে দাম পাচ্ছেননা তারা। সবজির এই ভরা মৌসুমে উৎপাদিত পণ্য ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে কৃষকের লোকসান ঠেকাতে ন্যায্যমূল্যে সরাসরি মাঠ থেকে সবজি ক্রয় শুরু করেছে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের ক্যাপ্টেন ফাইজুল আরিফ জানান, গ্রীষ্মকালিন সবজির ভরা মৌসুম এখন। যশোরসহ এ অঞ্চলের কৃষকের একটি বৃহৎ অংশ সবজি চাষের সাথে সম্পৃক্ত। কিন্তু করোনাসঙ্কটে তারা এখন লোকসানের মুখোমুখি। এ পরিস্থিতিতে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে যশোর সেনানিবাসের ৪০টি ইউনিট প্রতিদিন তাদের প্রয়োজনীয় সবজি সরাসরি মাঠে গিয়ে কৃষকরে কাছ থেকে কিনছে।

তিনি আরও জানান, করোনা মহামারি মোকাবেলায় সেনাবাহিনীর নানামুখি মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি নিয়েছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কৃষক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Close
Close