আশুলিয়াকরোনাপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

করোনাক্রান্ত যুবকের আর্তনাদ, আশুলিয়ার ওসির মানবতা

বিশেষ প্রতিবেদকঃ আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন নাটোরের সিংড়া উপজেলার এক ব্যক্তি। বেতনের টাকার জন্য বাড়ি থেকে আশুলিয়ায় আসেন তিনি। কিন্তু তার জানা ছিল না তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে পুলিশ তাকে খুঁজে বের করে আজ বুধবার(২৯ এপ্রিল) হাসপাতালে ভর্তি করে।

আশুলিয়ার ঐ শ্রমিকটির নাম রুবেল(ছদ্মনাম)।  রুবেলকে নিয়ে ফেসবুকে কান্নাজড়িত লিখনিতে একটি স্ট্যাটাস দেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক। নিন্মে তার স্ট্যাটাস পরিমার্জিত আকারে ঢাকা অর্থনীতি’র পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলঃ

“সময়ের কাছে মানুষ বড় অসহায় ।

এই ছেলেটির নাম রুবেল(ছদ্মনাম)। কাজের সন্ধানে এসেছে সিংড়া নাটোর থেকে। তিনদিন আগে সিংড়াতে করোনা পরীক্ষা করতে দিয়েছিল। সে জানে না যে তার পজিটিভ। আমি এ এ এস পি সার্কেল সিংড়ার মাধ্যমে জানতে পেরে ছেলেটিকে খুঁজে বের করি। ফোন নাম্বার নিয়ে ফোন দেওয়াতেই ছেলেটি আমাকে জানায় স্যার আমি জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে আছি। এখানে তার থাকার জায়গা মেস-বাসাবাড়ি কিছুই নেই। নেই তার মা-বাবা আত্মীয়-স্বজন কেউ। আমি এবং আমার টিম এসআই সেলিম রেজা ছেলেটিকে খাওয়ানোর ব্যবস্থা করলাম। ছেলেটিকে সাধ্যমতো সহায়তা দিলাম এবং সাহস দিলাম তোমার কিছুই হয়নি এবং সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব সায়েমুল হূদা এবং ডাক্তার জনাব মিঠু ভাইয়ের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স এনে ছেলেটিকে কুয়েত মৈত্রী হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম।

আল্লাহ ছেলেটিকে সুস্থ করে দিন। ছেলেটি শুধু বললো স্যার এখানে আমার কেউ নেই আপনারাই আমার মা বাপ। ছেলেটির জন্য চোখে কান্না চলে আসলো। আল্লাহ ছেলেটিকে হেফাজত করুন। দ্রুত সুস্থ করে দিন।

আশুলিয়া বাসীর জন্য ম্যাসেজ, এরকম অনেকেই ঘুরে বেড়াচ্ছে করোনা পজেটিভ নিয়ে দয়া করে ঘর থেকে বাহির হবেন না।”

উল্লেখ্য, কারখানা বন্ধ হয়ে গেলে ঐ শ্রমিক গত ৩ মার্চ বাড়িতে চলে যান। এরপর সারা দেশে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে করোনা পরীক্ষার জন্য গ্রামের লোকজন তাকে চাপ দেন। ওই চাপের মুখে তিনি গতকাল মঙ্গলবার(২৮ এপ্রিল) তার এলাকায় পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু তার কোনো লক্ষণ ছিল না। নমুনা দিয়ে মঙ্গলবার রাতেই বেতনের টাকা তোলার জন্য ট্রাকে করে আশুলিয়ায় চলে আসেন তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close