দেশজুড়েপ্রধান শিরোনাম

লাশের গাড়ি থেকে নামল জ্যান্ত মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লকডাউন অমান্য করে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে করে শরীয়তপুরে আসছে জীবিত মানুষ। এর ফলে শরীয়তপুরে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি ও ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এসব যাত্রী আনছে ঢাকার কিছু লাশবাহী অ্যাম্বুলেন্সের অসাধু চালক। অবশেষে ধরা খেল এমনি একটি অ্যাম্বুলেন্স।

রোববার(১৯ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসার সময় শরীয়তপুর সরকারি কলেজের কাছে আসলে গাড়িটি আটক করে বিডি ক্লিন এর সদস্যরা। পরে গাড়ি ও চালককে পুলিশে সোপর্দ করা হয়।

পালং মডেল থানার ওসি তদন্ত আশরাফ বলেন, লাশের গাড়িতে যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ও চালককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আগেই যাত্রীরা পালিয়ে যায়। সরকারি আদেশ অমান্য করায় মামলার প্রস্তুতি চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close