করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
এটিএন নিউজের সাংবাদিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ২০ জন
নিজস্ব প্রতিবেদকঃ এটিএন নিউজের একজন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি গত ২১ মার্চ একটি প্রশিক্ষণ সমাপ্ত করে দেশে ফিরেন।
দেশে ফেরার পর ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর ০৫ এপ্রিল অফিসে কাজের জন্য যুক্ত হন।
কিন্তু এরপর চারদিন অফিস করার পর তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর কাশি এবং শরীর ব্যাথা শুরু হলে তিনি আইইডিসিআর এ যোগাযোগ করেন। ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এবং ১১ এপ্রিল জানায় যে তিনি করোনায় আক্রান্ত।
চিকিৎসকের পরামর্শ মত তিনি এখন বাসাতেই আছেন। তার শ্বাসকষ্ট প্রথম থেকেই ছিলোনা। জ্বর এবং শরীর ব্যাথাও কমে আসছে।
তিনি যে কয়দিন অফিস করেছিলেন তখন রিপোর্টার, ক্যামেরাম্যান, প্রডিউসার এবং ডেস্ক এর প্রায় ২০ জনের সংস্পর্শে এসেছিলেন। তাদের তালিকা করে তাদেরও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ঐ গণমাধ্যমকর্মীর চিকিৎসার সকল দায়িত্ব এটিএন নিউজ কর্তৃপক্ষ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ নিয়ে গণমাধ্যমের সাত কর্মী করোনায় আক্রান্তের খবর এলো। বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট, যমুনা, দীপ্ত ছাড়াও আরও তিন গণমাধ্যমের তিনজনকর্মী আক্রান্ত হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
/আরএম