গার্মেন্টসশিল্প-বানিজ্য

বেতনের দাবীতে সাভারে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: বেতনের দাবিতে সাভার ও আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রথমে কারখানার প্রধান ফটকের সামনে ও পরে তারা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।

রোববার ( ১২ এপ্রিল) সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের কবিরপুর এলাকার ত্বো-হা টেক্সটাইল কারখানার শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়। পরে সেখানেই বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা সড়কে অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সরকার ঘোষণার পর থেকেই কারখানাটি বন্ধ ছিল।

অন্যদিকে সাভারের তেঁতুলঝোড়ায় রাকিব এ্যাপারেল্স নামের আরেকটি পোশাক কারখানার শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। কারখানার প্রধান ফটকের পর শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেয়া চেষ্টা করেন। তবে কারখানার দুইটি সেকশন খোলা ছিল। বিক্ষোভের পর থেকে কারখানা অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর  সাংগঠনিক সম্পাদক খায়রুল  মামুন মিন্টু জানান, সাভার আশুলিয়া প্রায় ৭ থেকে ৮ পোশাক কারখানা শ্রমিকরা বেতনের জন্য ফটকে অবস্থান নেয়। পরে দুপুরে তারা বাড়ি ফিরে যায়। কারখানা গুলো বন্ধ থাকলেও ফটকের সামনে  অবস্থান নিয়ে দাবী দাওয়ার কথা জানায় শ্রমিকরা।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, সাভারে দুই তিনটি কারখানায় সমস্যা সৃষ্টি হয়েছে। এরমধ্যে দুইটির সমাধান হয়েছে। তবে রাকিব এ্যাাপারেল্স বিষয়ে এখনো সমাধান হয়নি। আমরা  মালিকের সাথে যোগাযোগ চেষ্টা করছি। যাতে শ্রমিকদের এই সমস্যা দ্রুত সমাধান করা যায়।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close