সাভারস্থানীয় সংবাদ

সাভারে বিএনপি’র ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সাভারে বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উদ্যোগে কর্মহীন ও নিম্ম আয়ের মানুষদের মধ্যে খাবার বিতরণ করেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে শিমুলিয়া ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকমীদের দিয়ে বিভিন্ন গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেন এসব ত্রাণ। প্রতিটি পরিবারের হাতে তুলে দেয়া হয় এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেলসহ নানা খাদ্য সামগ্রী।

বিএনপি’র শিমুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক জিয়ার নির্দেশে সাভারের সাবেক সংসদ সদস্য ডা: সালাউদ্দিন বাবুর অর্থায়নে এ ত্রাণ বিতরণ হচ্ছে। করোনা ভাইরাস প্রভাব থাকা পযন্ত এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিন্টু, আশুলিয়া থানা মুক্তিযোদ্ধের প্রজম্ম দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, শিমুলিয়া ইউনিয়নে যুবদলের যুম্ম সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close