দেশজুড়ে

ঘিওরে মানবতার সেবায় হাত বাড়িয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাহিরে বের হতে পারছেনা খেটে খাওয়া দিন মজুর মানুষ গুলো। এতে কর্মহীন হয়ে পরা অসহায় দিন মজুর মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক দিন মজুর কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা। এসময় চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবনের একটি করে প্যাকেট অসহায়দের হাতে তুলে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, বর্তমানে দেশে করোন ভাইরাসের সংক্রমণ রোধে দিনমজুর রিকসা চালক, ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষেরা কাজে বাহিরে বের হতে পারছে না। এ কারনে সরকারি সহয়তার পাশাপাশি আমাদের জেলা পুলিশের উদ্যোগে এ সব অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এছাড়া সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এ সকল খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেবার জন্য উদ্বদ্ধ করছি। এ ছাড়া যেখানে খবর পাচ্ছি সে খানে সহযোগিতা করার চেষ্টা করছি।

খাদ্য সামগ্রী বিতরন কালে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, ওসি তদন্ত মোহাব্বত হোসেন ও পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ দিকে পার্শ্ববতী শিবালয় উপজেলার ঠাকুরকান্দি -মালুচী যুব সংঘের উদ্যোগে আজ সকালে অর্ধশতাধিক কর্মহীন মানুষের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

Related Articles

Leave a Reply

Close
Close