প্রধান শিরোনামবিশ্বজুড়ে
নিউইয়র্কে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু বাংলাদেশির
ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাষ্ট্রে দুদিনে কোভিড-নাইনটিনে আরও পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে ৯ দিনে ১৪ জন বাংলাদেশি মারা গেলেন। তারা সবাই নিউইয়র্কের বাসিন্দা। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি, মারা গেছেন ৫১৫ জন।কোভিড-নাইনটিনের প্রকোপ অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরমধ্যে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে সবচেয়ে বেশি।এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিউইয়র্কসহ আশপাশের আরও দুটি অঙ্গরাজ্যে স্বল্প সময়ের জন্য কোয়ারেন্টাইনের নির্দেশ জারির বিষয়টি বিবেচনা করছেন তিনি।ট্রাম্প বলেন, নিউইয়র্ক ও নিউজার্সিতে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার কথা আমরা ভাবছি। কানেকটিকাটের কিছু অংশও এর মধ্যে পড়বে।
যদিও এতে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোয়ারেন্টাইন বিবেচনাটি আইনসঙ্গত হবে না।এদিকে নিউইয়র্কে একদিনে আরও কয়েক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন।কোভিড-নাইনটিন মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আক্রান্তদের চিকিৎসায় শনিবার নিউইয়র্ক শহরে নৌবাহিনীর ভাসমান হাসপাতাল জাহাজ পাঠিয়েছেন প্রেসিডেন্ট।করোনাভাইরাসে নিউইয়র্কে আরও একজন নার্স মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক। নিউইয়র্ক পুলিশেও আক্রান্তের সংখ্যা শত শত।
এদিকে যুক্তরাষ্ট্রে প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী এক শিশু মারা গেছে। এছাড়া নিউইয়র্কে মারা গেছেন এক নার্স, আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক। এছাড়াও নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত অনেক পুলিশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
/এন এইচ