দেশজুড়ে

মারা গেছেন বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান তিনি।

সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের তেসরা জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হয়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি। তবে বৃহস্পতিবার রাত থেকে তার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

এক এগারো সরকারের সময় বিএনপি চেয়ারপারসনের মামলা পরিচালনা করে সবার নজরে আসেন সানাউল্লাহ মিয়া। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এর কিছুদিন পরই অসুস্থ হন তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close