দেশজুড়েপ্রধান শিরোনাম

বাড়ির বাইরে যেতে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে চলছে ১০ দিনের ছুটি। এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে পরামর্শ দিয়েছে সরকার। এরই মধ্যে রাজবাড়িতে বাড়ির বাইরে যেতে না দেয়ায় অভিমানে আসিফ (১৩) বছরের এক কিশোর আত্মহত্যা করেছে। সে রাজবাড়ি শহরের ভবানিপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

তিনি জানান, শহরের ইব্রাহীম সুতা ঘরে কাজ করতো কিশোর আসিফ। বৃহস্পতিবার (২৬ মার্চ)করোনাভাইরাস থেকে রক্ষা পেতে তাকে বাসা থেকে বের হতে দেননি তার মা। এতে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা চালায় সে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।

ওসি স্বপন কুমার মজুমদার বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এই ঘটনায় আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close