প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভার থেকে পালালো কোয়ারেন্টাইনে থাকা নারী
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে ভারত ফেরত প্রবাসী মধুমালা (৩৫) নামের এক হোম কেয়ারেন্টাইনে থাকা নারী পালিয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করছেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
তিনি জনান, গত (১৫ মার্চ) ভারত থেকে সাভারের ব্যংক কলোনীর নিজ বাড়িতে আসেন মধুমালা। সম্প্রতি করোনা সংক্রমণ রোধে বিদেশ ফেরত সকল প্রবাসীতে ১৪ দিনের জন্য হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু মধুমালা হোম কেয়ারেন্টাইনে না থেকে সাধারণ ভাবে চলাফেরা করছিলো।
তিনি আরও বলেন, গোপন খবরের ভিত্তিতে আমারা তার বাড়িতে গেলে সে তার মেয়ে সিন্থিয়া আক্তার বাধন (১০) কে রেখে পালিয়ে যায়। পরে তার বাড়ির লোকজনদের মধুমালা ও তার মেয়ে সিন্থিয়ার থেকে দুরে থাকতে বলা হয়েছে। এবং অন্তত ১৪ দিন ঘর বন্দী অবস্থায় থাকতে বলা হয়েছে। পরবর্তীতে নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/আরএম