সাভারস্থানীয় সংবাদস্বাস্থ্য
সাভার-আশুলিয়া-ধামরাইয়ে প্রবাসীসহ ২৭ জন হোম কোয়ারেন্টাইনে
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাভার-আশুলিয়া ও ধামরাই প্রবাসীসহ ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা ও ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত।
প্রাথমিকভাবে জানা যায়, সাভার ও আশুলিয়া ১৯ জন হোম কোয়ারেন্টাইনে তাদের মধ্যে ইতালি থেকে ১৪ জন, দুবাই, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব থেকে মোট ৫ জন । গত ১৫ মার্চ থেকে তাদের বিভিন্ন সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এদিকে ধামরাইয়ে ৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তারমধ্যে ২ জন ইতালি প্রবাসী, একজন সিঙ্গাপুর প্রবাসী ও ৫ স্থানীয় মানুষ। তবে স্থানীয়রা প্রবাসীদের কোন স্বজন নয় বা সংস্পর্শে আসেনি। তাদের ঠান্ডা জ্বর নিয়ে এসেছিল। আমাদের সন্দেহ হওয়ায় তাদেরকেও হোম হোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয় বলে জানান ধামরাই স্বাস্থ্য কর্মকর্তা।