আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক ৩
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়া জেলার শাহজাহনপুর থানার আমজাদ হোসেনের ছেলে আবু তালেব জনি (২৫), নেত্রকোনা সদর থানার এলাকার লিটন মিয়ার ছেলে আল-আমিন (২২) ও আশুলিয়ার কাঁঠাল তলা এলাকার রমজানের ছেলে রিয়াজ (২০)।
মিরপুর র্যাব-৪ এর সিনিয়র এএসপি ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিত্রশাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৮৬ বোতল ফেনসিডিল। আটকদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/আরএম