আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় অ্যাম্বুলেন্স চাপায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার নিশ্চিন্তপুরে অ্যাম্বুলেন্স চাপায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নিশ্চিন্তপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় অ্যাম্বুলেন্সটির চালক পালিয়ে গেলেও আসাদ হোসেন নামে চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
নিহত ইসমাইল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভাতুরিয়া এলাকার মোতাহার হোসেনের ছেলে। তিনি নিশ্চিন্তপুর এলাকার আল-মদিনা বেকারির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আব্দুস সালাম জানান, সকাল থেকে বেকারি পণ্য বিক্রি করছিলেন ইসমাইল। তিনি মহাসড়কের নিশ্চিন্তপুর বাস স্ট্যান্ড এলাকায় আসলে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের একটি অ্যাম্বুলেন্স ইসমাইলকে পিছন থেকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।