খেলাধুলা
সেচ্ছায় কেয়ারেন্টাইনে মেসি !
ঢাকা অর্থনীতি ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। শুধু মেসি একা নন, পুরো বার্সেলোনা স্কোয়াডই এখন কোয়ারেন্টাইনে আছে।
এদিকে, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরার কথা জানিয়েছেন চেলসি মিডফিল্ডার হাডসন ওডই। আর করোনাভাইরাস নিয়ে মজা করা বাস্কেটবল খেলোয়াড় রুডি গোবার্টের ধরা পড়েছে কোভিড ১৯-এ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই বিপদে একে অন্যের পাশাপাশি দাড়ানোসহ আরো সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন মেসি। একই সাথে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর পরামর্শও দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা সতর্কতায় নেমেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্তি ইনফান্তিনো। সতর্কবার্তার পাশাপাশি নিজে হাত ধুয়েও দেখিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা।
করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৭ মার্চ জরুরি সভা ডেকেছে উয়েফা। ঘোষণা আসতে পারে ২০২০ ইউরো আসর ১ বছর পিছিয়ে যাওয়ার।