বিনোদন
বিস্কুট খেলে মন ভালো হয় কাজলের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকাদের ভেতর ৩৪ বছর বয়সী কাজল আগারওয়ালকে রাখতে হবে তালিকার প্রথম সারিতে। সামনে তাঁকে দেখা যাবে ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’, ‘প্যারিস প্যারিস’ সিনেমায় ও একটি ওয়েব সিরিজে। আর সর্বশেষ খবর হলো ২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার কোরিয়ান ছবি ‘ড্যান্সিং কুইন’–এর রিমেকে দেখা যাবে কাজল আগারওয়ালকে। সঙ্গে থাকবেন আল্লারি নারেশ। ভারতীয় গণমাধ্যম ‘ডেকান ক্রনিকল’ ও ‘হিন্দুস্তান টাইমস’ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রযোজক সুরেশ বাবু ডেকান ক্রনিকলকে বলেন, ‘হ্যাঁ, সুখবরই বটে। আমরা কাজল আগারওয়ালকে প্রস্তাব দিয়েছিলাম। তিনি রাজি। এখনো পরিকল্পনার পর্যায়ে আছে। কাজলের হাতেও এখন অনেক কাজ। তবে আমরা ছবিটা করছি।
ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন কাজল। নিজেকে কীভাবে উৎফুল্ল রাখেন? উত্তরে কাজল জানিয়েছেন, তিনি স্পা করেন, পেটকে ভালো খাবার খাইয়ে উৎসাহ দেন। রান্না করতে খুবই ভালোবাসেন কাজল। প্রায়ই তিনি থাই খাবার আর রাজমা চাওয়াল বানান। আর যখন দুঃখিত বা খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তখন বিস্কুট বানাতে বসে যান।
ওভেন থেকে গরম বিস্কুট বের করার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তাও হাওয়ায় মিলিয়ে যায়। তা ছাড়া কাজল বলেছেন অনুপ্রেরণাদায়ী তিন নারীর নাম। তিন বলেন, ‘প্রত্যেক নারীর গল্পই অনুপ্রেরণাদায়ক। তবে আমি ইন্দ্রা নুইকে দেখে মুগ্ধ হই। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেও অনুপ্রাণিত হই। তবে আমার আদর্শ আমার মা।
/এন এইচ