দেশজুড়েপ্রধান শিরোনাম
ঈদ বুধবারই
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ রাত সোয়া ১১টার দিকে সংবাদ ব্রিফিং করে এ কথা জানিয়েছেন।
এর আগে আজ মঙ্গলবার রাত নয়টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয় দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ঘণ্টা দুয়েক পরে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই সংবাদ ও আবাহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে তখন কমিটি জানায়, চলতি বছর দেশে ৩০টি রোজা পালিত হবে এবং ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। তবে এর কিছুক্ষণ পর আবারও বৈঠকে বসে কমিটি।
লালমনিরহাটের পাটগ্রামে ৭ জন সরাসরি চাঁদ দেখেছে এবং আরও ১১ জন দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক। বেশ কয়েকজন আলেম ওলামা চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। চাঁদ দেখার সিদ্ধান্তটি ইসলামি শরিয়ত মোতাবেক করা হচ্ছে বলে জানান।