দেশজুড়ে

নৌকাডুবিতে নিখোঁজ কনের নিথর দেহ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার ঘটনাস্থলের আশপাশ থেকে পদ্মার শ্রীরামপুরে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। রোববার নিখোঁজ আরও দুইজনের মরদেহ ও সোমবার সকালে শাহাপুর মরঘাটি এলাকার থেকে সুইটি খাতুন পূর্ণির নিখোঁজ মরদেহ উদ্ধার করা হয়। আর শুক্রবার ঘটনার পরপরই উদ্ধার এক শিশুকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে নৌকা দুটি ডুবে যায়। মূলত মাছ ধরার নৌকা ছিল এগুলো। তাই নৌকায় কোনো লাইভ জ্যাকেটও ছিল না। চার থেকে পাঁচ জনের নৌকায় প্রায় ২০ জন করে যাত্রী নেয়ায় মাঝ নদীতে হালকা ঝড়ের কবলে পড়ে নৌকা দুটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সাতরে তীরে উঠলেও কনে সুইটি খাতুন পূর্ণিসহন নিখোঁজ হয় আটজন। এরপর ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, বিজিবি ও ঢাকা থেকে আসা বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেন।

শুক্রবার বিকেলে পবা উপজেলার খানপুর গ্রামে বৌভাতের অনুষ্ঠান শেষে বর-কনেসহ ইঞ্জিনচালিত ওই দুই নৌকায় ডাঙ্গারহাটে ফিরছিলেন কনেপক্ষের ৪০ জন।

Related Articles

Leave a Reply

Close
Close