দেশজুড়ে
ম্যাজিস্ট্রেটের গাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নি সংযোগ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট থাকায় টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেটর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে যানজটে ভোগান্তিতে পড়া যাত্রীরা।
মঙ্গলবার (০৪ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইলের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। যানজটে আটকে পড়া যাত্রীরা জানান, মঙ্গলবার সকালে যানজট বেড়ে বঙ্গবন্ধু সেতু থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটারে দাঁড়ায়।
যানজট নিরসনে কাজ করছে টাঙ্গাইল জেলা ও হাইওয়ে পুলিশ। টাঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মধ্যরাত থেকে যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করে। এতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে শুরু হয় যানজট।
/আরএম