বিশ্বজুড়ে

মরণঘাতী করোনায় প্রাণ হারালেন ইরানের রাষ্ট্রদূত

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার মরণঘাতী করোনা ভাইরাসে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স এ খবর জানায়। তিনি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

এর আগে গত সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় মারা যান।

এদিকে ফার্সের খবরে বলা হয়েছে, ইরানি পার্লামেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত। দেশটির সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

করোনা ভাইরাসে ইরানে এখন পর্যন্ত ১১০ জন মারা গেছেন। যা চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ। ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নামাজ বাতিল করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনা ভাইরাস ধরা পড়ে। ইতোমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার মানুষ। মারা গেছেন ৩৩০০ জন।

Related Articles

Leave a Reply

Close
Close