প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ঝোপ থেকে নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের একটি ঝোপ থেকে সদ্য ভূমিষ্ট জীবিত নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পথচারীরা। বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাভারের মুক্তির মোড় এলাকার একটি ঝোপ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, সাভারের মুক্তির মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় আঞ্চলিক সড়কের পাশের একটি ঝোপ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় পথচারীরা। পরে কাছে গিয়ে পলিথিনে পেঁচানো একটি জীবিত নবজাককে দেখতে পায় তারা। এসময় নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে পরিস্কার পরিচ্ছন্ন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা আমাদের নিজের সন্তানের মত করে নবজাতকের চিকিৎসা সেবা দিচ্ছি। এখন পর্যন্ত শিশুটি সুস্থ্য রয়েছে। নবজাতকের চিকিৎসার কোন ত্রুটি হবে না বলেও জানান তিনি।
এব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
/আরএম