বিশ্বজুড়ে

পাকিস্তানের পার্লামেন্টে নারী এমপিদের জন্য বিউটি পার্লার!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাকিস্তানের পার্লামেন্ট লজে নারী আইন প্রণেতা ও সংসদ সদস্যদের জন্য বিউটি পার্লার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

রোববার (০১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পার্লার নির্মাণের জায়গা দিতে বলেছে সিনেট হাউস কমিটি। এ লক্ষ্যে একটি প্যানেল গঠন করা হয়েছে।

এর আগে একাধিকবার বলা হলেও এখনো পার্লার নির্মাণ না করায় ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) নিন্দা করে ওই প্যানেল।

সিনেটর কুলসুম পারভিন জানান, কমিটির আহ্বায়ক স্পষ্টভাবে নির্দেশ দিলেও পার্লামেন্ট লজে বিউটি পার্লারের জন্য জায়গা দেওয়ার বিষয়ে সিডিএ কর্মকর্তারা তার ও সিনেটর সামিনা সাঈদের সঙ্গে আলোচনা করেনি।

অগ্রাধিকার দিয়ে এ সমস্যা সমাধানে সিডিএকে নির্দেশনা দেন কমিটির চেয়ারম্যান সিনেটর সালিম মান্দভিওয়ালা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close