বিশ্বজুড়ে

সৌদি আরবে আজ ঈদ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সৌদি আরবে গতকাল সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ মঙ্গলবার (৪ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির তুমাইর অঞ্চলে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামে সাম্যের সৌন্দর্য।

সোমবার সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম থেকে মাগরিবের নামাজের পর দেশটিতে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ইন্দোনেশিয়া জানিয়েছে, আগামীকাল (মঙ্গলবার) রমজান মাসের শেষ দিন। সেই হিসেবে দেশটিতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। জাপান ও মালয়েশিয়া সরকারও বুধবার ঈদ উদযাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি। ওই সভায় বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close