দেশজুড়ে

৮৫০ ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্যের ছেলে আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা সীমান্ত এলাকা থেকে ৮৫০ বোতল ফেনসিডিলসহ সাবেক এক ইউপি সদস্যের ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে আটক করা হয়।

আটককৃত মোফাচ্ছের রহমান বাবু (৩০) বাগজানা ইউপি সদস্য ও শেকটা গ্রামের মামুনুর রশিদের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান তার কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের জানান, সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। পরে গভীর রাতে শেকটা মোড়ে মাদক ব্যবসায়ী বাবুর নিজস্ব নির্মিত ভবনের ২য় তলায় অভিযান চালায়। এসময় ৮৫০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close