Related Articles
Check Also
Close-
রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুরের গুড়
4 December, 2019
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পচা-বাসি খাবার ও খাবারে রাসায়নিক মেশানোর জন্য রাজধানীর গুলশানে ছয়টি রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রেস্তোরাঁগুলো হল- নানদুজ, খাজানা, খানা খাজানা ইন্ডিয়ান, বি বি কিউ, স্প্লিট ফায়ার ও সালৎজ রেস্টুরেন্ট।
রোববার (৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, “খাজানায় এমন কিছু খাবার পাওয়া গেছে যেগুলো ১২দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে। তাছাড়া অধিকাংশ রেস্টুরেন্টে পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। খাবারে কেমিকেল মেশানোর প্রমাণ পাওয়া গেছে একটি রেস্টুরেন্টে।”
তিনি জানান, খানা খাজানকে তিন লাখ, খাজানাকে সাত লাখ, নানদুজকে দুই লাখ, বি বি কিউকে দুই লাখ, স্প্লিট ফায়ারকে দুই লাখ এবং সলৎজকে চার লাখ টাকা জরিমানা করা হয়।