দেশজুড়ে
চিকিৎসার নামে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩
ঢাকা অর্থনীতি ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে চিকিৎসার নামে এক রোগীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযুক্ত কথিত ফকিরসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর রূপাতলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কথিত ফকির মোহাম্মদ রিয়াজউদ্দিন ও তার স্ত্রী তাসলিমা আক্তার লাকী এবং ছেলে মোহাম্মদ তৌহিদুর রহমান।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসার নামে কালাম মৃধাকে পানিতে ডুবিয়ে ও পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে আসামিরা।
গত ৩১শে জানুয়ারি বাকেরগঞ্জে মানসিক রোগী কালাম মৃধাকে চিকিৎসার নামে একশো একবার পানিতে চুবিয়ে এবং ফকিরি চিকিৎসার নামে শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা। পরে কালাম মৃধার মৃতদেহ পাশের একটি বাগানে ফেলে পালিয়ে যায় তারা।
/এএস