স্বাস্থ্য

সারাদেশে ক্যান্সারে বছরে মারা যাচ্ছে ১ লাখের বেশি মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ক্যান্সার আক্রান্ত হয়ে বছরে বাংলাদেশে এক লাখের বেশি মানুষ মারা যাচ্ছে। খাদ্যাভ্যাস আর পরিবেশ দূষণের কারণে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে চিকিৎসকরা আশ্বস্ত করছেন, ক্যান্সার ধরা পড়লে মনোবল শক্ত রাখতে হবে। উপযুক্ত চিকিৎসা নিলে অনেকটাই স্বাভাবিক জীবন যাপন সম্ভব।

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করতেই এবারের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য ”আমি আছি, আমি থাকব-ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’। তামাক সেবন, পরিবেশ দূষণসহ নানা কারণে দেশে প্রতিবছর প্রায় এক লাখ আট হাজারের মতো মানুষ মারা যাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০৩০ সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে বছরে এক কোটি ৩০ লাখ মানুষ মারা যাবে। তবে ভাল খবরও আছে, ক্যান্সার থেকে সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যাও বাড়ছে।

অধ্যাপক ডা. আশরাফুন্নেসা ক্যান্সার প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর নতুন করে নারী এবং পুরুষ মিলিয়ে দেড় লাখের মতো নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এগুলো কিন্তু বেশির ভাগই টোব্যাকো রিলেটেড।

অধ্যাপক ডা. আশরাফুন্নেসা আরও বলেন, ‘ক্যান্সার প্রতিরোধের জন্য টোব্যাকো পরিহার করতে হবে। পরিবেশেরের উন্নয়ন করতে হবে।’ আর মহিলাদের কথা যদি বলি, প্রতি বছর প্রায় ১৩ হাজার মহিলা নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর দুই নাম্বারে আছে জরায়ুর মুখের ক্যান্সার।

প্রতি বছর অনেক রোগী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেও, চাহিদার তুলনায় চিকিৎসার সুযোগ কম। ক্যান্সার প্রতিরোধে সুস্থ জীবন-যাপন, প্রাথমিক অবস্থায় রোগ-নির্ণয়, সবার জন্য চিকিৎসা ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।

ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি, প্রতিকারে ব্যবস্থা নিতে সরকার ও ব্যক্তি বিশেষের ওপর তাগিদ দিতে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close