দেশজুড়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয় তলা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয় বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে।

প্রক্টর বলেন, কোন গোষ্ঠী ব্যক্তি স্বার্থে বা সুষ্ঠু সিটি কর্পোরেশন নির্বাচনের মাহাত্মকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close