আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৩ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বাসের ধাক্কায় রিকসা চালক ও আরোহী এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটি আটক করলেও ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ।

রোববার ( ০২ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মা মালেকা বেগম, শিশু ফাতেমা বেগম (৪) ও রিকসা চালক জুয়েল রানা। মালেকা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী। অপরদিকে জুয়েল রানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে মালেকা বেগম ও শিশু ফাতেমা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই নরুল হুদা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা যোগে চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌছলে পেছন থেকে মানিকগঞ্জগামী কাবা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের বহককারী রিকসাটিকে ধাক্কা দেয় দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়।

পরে পুলিশ গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close