দেশজুড়ে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কপথে নিয়ন্ত্রণকক্ষ চালু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কপথে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
রোববার (২ জুন) দুপুরে সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি জানান, ঈদে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দফতরে নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। আগামী রোববার (৯ জুন) পর্যন্ত চালু থাকবে নিয়ন্ত্রণকক্ষটি। নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর- (০২-৫৫০৪০৭৩৭) এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬।
সড়ক-মহাসড়কে যানজট, ভোগান্তি অথবা বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়সহ কিংবা যেকোনো জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ জানাতে পরেন যাত্রীরা।